দীর্ঘ সময় ধরে ফর্মে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে নামলেই ফিফটি, সেঞ্চুরি হাঁকাচ্ছেন। এরই সঙ্গে নতুন নতুন রেকর্ড ভাঙা-গড়ায় মেতেছেন। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির কয়েকটি রেকর্ডও ভাঙলেন বাবর।

সম্প্রতি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ে বাবর ভাঙলেন কোহলির একটি রেকর্ড। রেকর্ডটি হলো, সবচেয়ে বেশিদিন টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে শীর্ষে অবস্থান করার। এর আগে টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার হিসেবে ১০১৩ দিন শীর্ষে থেকে রেকর্ড গড়েছিলেন কোহলি। বাবর এবার ছাড়িয়ে গেছেন ভারতের ব্যাটিং সেনসেশনকে।

 

তবে কোহলির কোন রেকর্ড ভাঙলেন তিনি, সেদিকে মনযোগ নেই বাবার আজমের। পারফর্ম করে যাওয়াটাই মূখ্য তার কাছে।

সম্প্রতি সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সি পাকিস্তানি অধিনায়ককে এক সাংবাদিক প্রশ্ন করেন,‘আমার দুটি প্রশ্ন আছে। প্রথমটি হলো, আপনি সম্প্রতি বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন….।’ এটুকু বলতেই বাবর থামিয়ে দিয়ে উল্টো প্রশ্ন করেন, ‘কোহলির কোন রেকর্ড (ভাঙলাম)?’

পরে ওই সাংবাদিক রেকর্ডের বিষয়টি জানালে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমি স্রষ্টাকে ধন্যবাদ জানাব। এর পেছনে কঠোর পরিশ্রমও আছে, এই কারণেই হয়তো আমি ভালো পারফরম্যান্স করতে পারছি।