ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) সকালে রুপাপাত ইউনিয়নের মোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সভাপতিত্ব করেন রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো.মিজানুর রহমানের সভাপতিত্বে খেলায় বক্তব্য রাখেন ও পুরুস্কার বিতরন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিইও) মো. সরওয়ার হোসেন, বন্ডপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, রুপাপাত সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, সোতালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরিট কান্তি বিশ্বাস, মোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজলী রানী সাহা, কোমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলপনা খাতুন, দেউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা আলম, ইউপি সদস্য মো. মিরাজ মোল্যা।
খেলায় অংশগ্রহন করেন রুপাপাত ইউনিয়নের ১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফাইনাল খেলায় অংশ নেয় ৪টি স্কুল। চারটি স্কুলের মধ্যে বঙ্গকন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় টোংরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানার আপ হয় কদমী সরকারী প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা ফুটবল টুর্নামেন্ট খেলায় চ্যাম্পিয়ন হয় মরিয়াম বাদশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানার আপ হয় কোমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
পুরস্কার বিতরন শেষে অনুষ্ঠানের সভাপতি ও রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিক্ষার্থী ও অনুষ্ঠানের অতিথিদের দুপুরে ভোড়িভোজ করান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।