এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ। শনিবার (২৭ আগস্ট) বাহরাইনে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০ সেটে হেরে বিদায় নেয় আলিপোর আরজির দল।

প্রতিযোগিতার সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন কোরিয়া। তিন সেটেই হারলেও বাংলাদেশ লড়াই করেছে প্রতি সেটে। তবে কোরিয়ার চেয়ে সুযোগ-সুবিধায় অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ যুব ভলিবল দল শেষ পর্যন্ত একটি সেটেও জয় পায়নি। প্রথম সেটে ২৫-১৫ ও দ্বিতীয় সেটে ২৫-১৩ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়লেও পারেনি ম্যাচে ফিরতে।

হেরে যায় ২৫-২০ পয়েন্টে। মূলত অনভিজ্ঞতার জন্যই হেরেছে বাংলাদেশ। এই দলের বেশির ভাগ খেলোয়াড়ই প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে খেলতে নেমেছেন, সেখানে কোরিয়ার খেলোয়াড়েরা অনেক অভিজ্ঞ। কোরিয়ানদের সার্ভিস, ক্রসকোর্ট অ্যাটাক, ব্লক—সবকিছুতে ছিল নিখুঁত। রোববার (২৮ আগস্ট) পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।