ওয়েস্ট ইন্ডিজ সফরে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ফেরীতে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় যাওয়ার সময় আটলান্টিক মহাসাগরে উত্তাল ঢেউয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ক্রিকেটার।টাইগারদের জন্য কেন বিকল্প ব্যবস্থা করা হলো না এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্রিকেট ভক্তদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

 

অবশেষে এর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আমাদের সাথে যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যোগাযোগ করে আমরা কিন্তু সাথে সাথেই আমাদের উদ্বেগ জানিয়েছিলাম। আমাদের দলের এই ধরনের ভ্রমণের অভিজ্ঞতা নেই।

পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়- বর্তমান পরিস্থিতিতে অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেছে, বিভিন্ন এয়ারলাইন্সের বিমান চলাচল সীমাবদ্ধ হয়ে গেছে, খুব ছোট ছোট বিমান এখানে যাতায়াত করে। একইসাথে আমাদের জানাল তারা ফেরী সার্ভিসে ব্যবস্থা করছে যা ছোট ক্রুজ শিপের মত।

 

এটা নিয়মিত চলাচল করে এবং বাংলাদেশ দল, ওয়েস্ট ইন্ডিজ দল, আইসিসির অফিসিয়াল, টিভি ক্রু ও ধারাভাষ্যকাররা একইসাথে যাবেন। এই বিষয় নিশ্চিত করার পর আমাদেরও আলোচনা থামিয়ে দিতে হয়। কারণ দুই দল একইসঙ্গে ট্রাভেল করছে। তখন বিষয়টা মেনে নিতে হয়।