বেটিং কোনো প্রতিষ্ঠান বা অঙ্গপ্রতিষ্ঠানের সাথে সম্পর্ক থাকলে বাংলাদেশ দলে জায়গা হবে না সাকিব আল হাসানের। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ধানমন্ডিস্থ বেক্সিমকো কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে গণমাধ্যমে এ কথা জানান বিসিবি সভাপতি।

বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। সাকিবকে এই বার্তা দিয়ে চুক্তি বাতিল করতে বলেছে বিসিবি। তাকে জানানো হয়েছে, বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে লিখিতভাবে নিশ্চিত করতে হবে।

বিসিবি সভাপতি বলেছেন, আমরা তাকে একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ জানাক দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।