দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু পিঠের পুরোনো ব্যথায় পেস অলরাউন্ডারের প্রত্যাবর্তন পিছিয়ে যায়। বোলিংয়ে সমস্যা অনুভব করায় তাকে ‘আনফিট’ ঘোষণা করে বিসিবির চিকিৎসা বিভাগ।

তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের মধ্যে ভিসা পেলে ঈদের পরপরই সাইফউদ্দিন ভারতের চেন্নাইয়ে উড়াল দেবেন। এ খবর নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। মুঠোফোনে তিনি বলেছেন, ‘সাইফউদ্দিন এখন ইঞ্জেকশন নিচ্ছেন।

 

তাকে আমরা অ্যাসেস করতে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ভিসা পেলেই সে ভারতে যাবে।’ পেস অলরাউন্ডারকে জিম্বাবুয়ে সফরে পেতে চান নির্বাচকরা। এর আগে তাকে পুরোপুরি ফিট হতে হবে। গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন সাইফউদ্দিন।

খেলতে পারেননি বিপিএলও। ঢাকা লিগ দিয়ে ফেরেন ক্রিকেটে। ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন এই অলরাউন্ডার। দেশি পেসারদের মধ্যে তিনি ছিলেন প্রথম স্থানে। প্রিমিয়ার লিগের পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের সিরিজেও ডাক পান সাইফউদ্দিন। কিন্তু ভাগ্য পাশে না থাকায় তার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়াল দেওয়া হয়নি।