দিনকে দিন অস্থিরতা আরো বাড়ছে শ্রীলঙ্কায়। সোমবার রাতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা পদত্যাগ করলে উত্তপ্ত হয়ে পড়েছে গোটা দেশ। দ্রুত ক্রমবর্ধমান এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে তারা সূচি অনুযায়ী দেশটিতে আগামী মাসের সফর বাস্তবায়ন হবে বলে আশাবাদী।
অর্থনৈতিক সংকটের জেরে গত কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর রাজাপাকসা পদত্যাগ করলে বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। অ্যাসোসিয়েটেড প্রেস এর প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতা ও তিন জন নিহত হয়েছেন এই সংঘর্ষে।
পরিস্থিতি সামাল দিতে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। রাজধানী কলম্বোতে সশস্ত্র বাহিনী নিযুক্ত আছে।
অথচ আর তিন সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কলম্বোয় পা রাখার কথা। এই সফরে তিনটি টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা ৭ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত।
বর্তমানে সহিংসতা বিরাজ করা কলম্বোতে ১৬ দিন কাটাবে অস্ট্রেলিয়া। তাই নজর রাখছে তারা রাজধানীতে। এখন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়ালরা নিশ্চিত যে সফর হবে। নিরাপত্তা প্রধান স্টুয়ার্ট বেইলি গত মাসে সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং এই সফরে নিরাপত্তা ঝুঁকি দেখছেন না বলে তিনি জানান।
সবশেষ সোমবার রাতের সহিংসতার পর আরো নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাচ্ছেন বোর্ড কর্মকর্তারা। তারপরও আশাবাদী তারা এই লম্বা সফর নিয়ে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।