এ সময়ের অন্যতম সেরা বোলার মোহাম্মদ আমির। পাকিস্তানের এই বাঁহাতি পেসার ২০১৯ সালের বিশ্বকাপের পর কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের ওপর বিরক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
৩৬ টেস্টে ১১৯ উইকেট শিকার করা আমির হঠাৎ করেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেয়ায় বেশ কটু কথা শুনিয়েছিলেন মিসবাহ ও ওয়াকার। যে কারণে বিরক্ত হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকেও অবসর নেন আমির।
পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৬৭ ম্যাচে অংশ নিয়ে ২৫৯ উইকেট শিকার করে মাত্র ২৯ বছর বয়সেই ক্রিকেটকে গুডবাই জানান আমির। পাকিস্তান সেরা এই পেসারকে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চান দলটির বর্তমান অধিনায়ক বাবর আজম। করোনার কারণে মাত্র ১০ ম্যাচ পর বন্ধ হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি অংশের খেলাগুলো হবে আরব আমিরাতে। পিএসএলে অংশ নিতে আমিরাতে গিয়ে ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে বাবর আজম বলেন, ওর সঙ্গে এখনো অবসর নিয়ে কথা বলিনি। কিন্তু যখনই সুযোগ মিলবে ওর সমস্যা নিয়ে কথা বলব আমরা।
সে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি বোলার এবং আমি ওকে খুব পছন্দ করি। আশা করি পিএসএলের বাকি অংশেও সে ভালো করবে। মোহাম্মদ আমির কিছুদিন আগে জানিয়েছেন পাকিস্তানের কোচিং প্যানেলে পরিবর্তন হলে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।