চলতি মাসের শেষের দিকে তিন টেস্ট ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন ইংল্যান্ড। এই সফরের দল থেকে বাদ পরেছে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন ও দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি স্টুয়ার্ড ব্রডকে। এছাড়া অ্যাশেজ সিরিজে থাকা আরও ছয়জন খেলোয়াড় বাদ পড়েছেন। তাদের পরিবর্তে দলে ডাকা হয়েছে নতুন চার মুখ।
তারা অভিষেকের অপেক্ষায় আছেন। ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকসকেও। এছাড়া এই সফরে ইংল্যান্ড দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন পল কলিংউড। আর ক্রিকেট ডিরেক্টর হয়েছেন স্যার অ্যান্ড্রু স্ট্রাউস।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড টেস্ট দল
জো রুট (অধিনায়ক), জনাথন বেয়ারস্টো, জ্যাক ক্রাউলি, ম্যাথিউ ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, আলেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথিউ পারকিনসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।