ভারতের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। গতকাল রোববার (২০ ফেব্রুয়ারি) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে রোহিত বাহিনী। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে ১৮৪ রান করে স্বাগতিক ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানে থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।

ইডেন গার্ডেন্সে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ভারতের হয়ে দুর্দান্ত এক ইনিংস উপহার দেন সূর্যকুমার। ৭টি ছক্কা এবং ১টি চারের সাহায্যে মাত্র ৩১ বলে ৬৫ রান করেন তিনি। ভারতের জার্সিতে টি-২০ তে অন্যতম সেরা ইনিংস সূর্যের। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর হাল ধরেন সেই নিকোলাস পুরান। পুরো টি-২০ সিরিজেই অনবদ্য ছিলেন এই ক্যারিবীয় উইকেটকিপার ব্যাটার। তিনি ব্যক্তিগত ৬১ রানে আউট হতেই ওয়েস্ট ইন্ডিজের আশা শেষ হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ দল। ম্যান অব দা ম্যাচ ও সিরিজ নির্বাচিত হন সূর্যকুমার যাদব।

 

কলমকথা/সাথী