এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে জয় দিয়ে শুরু করেছে আফগানিস্তান। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ নাবির দল। ম্যাচে ওপেনিংয়ে দারুণ সূচনা করেন আফগান উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ শাহজাদ। বেশ ফুরফুরে মেজাজেই সেদিন মাঠে নামেন শাহজাদ।
যা ম্যাচের আগে আইসিসি.কমকে দেওয়া তার একটি সাক্ষাৎকারে বেশ টের পাওয়া গেছে। ওই সাক্ষাৎকারে এই আফগান তারকা দারুণ হাস্যরসের জন্ম দিয়েছিলেন। ওই সময় এক ভক্ত শাহজাদের চুলের ছাটের প্রশংসা করেছিলেন। সেই ভক্ত তাকে বলেছিলেন, চুলের সৌন্দর্যের পেছনে আপনি হয়ত অনেক সময় ব্যয় করেন। তাই এমন হেয়ার স্টাইল দেখা যাচ্ছে।
নিজের সুন্দর রাখছেন। জবাবে শাহজাদ বলেছিলেন, ‘না তেমনটা নয়, প্রস্তুত হওয়ার জন্য আমি ওয়াশরুমে দীর্ঘক্ষণ কাটাই না। আমার চুলের সৌন্দর্য হচ্ছে প্রাকৃতিক। মাত্র ৩৫ সেকেন্ড লাগে চুল ঠিক করতে। অনেক মেয়েই বলেছে, আমি দেখতে অনেক কিউট।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।