দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবার ক্রিকেট দল কিনেছেন। জ্যোতির গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে।
সেখানে প্রতি বছরই ক্রিকেট খেলার আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টে এবার তার মালিকানায় রয়েছে একটি ক্রিকেট দল। টুর্নামেন্টে মোট ১২টি দল, যার মধ্যে জ্যোতির দলের নাম ‘ফাইটার এলিভেন’। সোমবার (৩ জানুয়ারি) শুরু হয়েছে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা।
এ প্রসঙ্গে জ্যোতি বলেন, বাড়ি গিয়েছিলাম কিছু কাজে। যারা নিয়মিত খেলে, তাদের কয়েকজন আমাকে জানাল অনুরোধ করেন একটা দলের দায়িত্ব নিতে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে তাদের সঙ্গে যুক্ত হই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।