আইপিএল চলতি আসরের লিগ পর্বের খেলা এখনো শেষ হয়নি। তবে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের চার দল। গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়ান্টস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গাালুরু জায়গা করে নিয়েছে প্লে-অফে।

২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে গুজরাট টাইটান্স।

১৮ পয়েন্ট পাওয়া রাজস্থান দুইয়ে ও লখনউ তিনে। আর গতকাল দিল্লি ক্যাপিটালসের হারে চতুর্থ স্থানটি ধরে রেখেছে বেঙ্গালুরু। নিয়মানুযায়ী লিগ পর্বের সেরা দুটি দল (গুজরাট ও রাজস্থান) খেলবে কোয়ালিফায়ার-১। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে। কিন্তু হেরে যাওয়া দল বিদায় নেবে না।

তারা অপেক্ষা করবে। তিন ও চারে থাকা (লখনউ ও বেঙ্গালুরু) দুই দল খেলবে এলিমিনেটরে। হেরে যাওয়া দল বিদায় নেবে। বিজয়ী দল আরেকটি ম্যাচ খেলবে কোয়ালিফায়ার

-১ এ হেরে যাওয়া দলের সঙ্গে। এই ম্যাচের বিজয়ী দল যাবে ফাইনালে।

আইপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

২৪ মে- কোয়ালিফায়ার-১ : গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস
২৫ মে – এলিমিনেটর : লখনউ সুপার জায়ান্ট বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২৭ মে -কোয়ালিফায়ার -২ : কোয়ালিফায়ার-১ এ পরাজিত দল বনাম এলিমিনেটরে বিজয়ী দল।
২৯ মে- ফাইনাল : কোয়ালিফায়ার-১ এ বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার -২ এ বিজয়ী দল