আগামী ২৬ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্স আপ দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠ গড়াবে এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। আইপিএলে এবার সবমিলে ১০ দলের অংশগ্রহণে ৭৪ ম্যাচ খেলা হবে।

আর টুর্নামেন্ট চলবে দীর্ঘ ৬৫ দিন ধরে। সবগুলো ম্যাচ হবে মুম্বাই ও পুনের চারটি স্টেডিয়ামে। মুম্বাইয়ের তিন স্টেডিয়াম ওয়াংখেড়ে, ডিওয়াই পাতিল ও ব্রাবোর্নে হবে প্রথম রাউন্ডের ৭০ ম্যাচ। পুনের এমসিএ মাঠে হবে ১৫টি। এবারের আসরে একইদিনে দুই ম্যাচ দেখা যাবে ১২ দিন।

যেখানে দিনের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়, পরেরটি মাঠে গড়াবে রাত ৮টা থেকে। আসরের বাকি ৫৩ দিন দিনের একমাত্র ম্যাচ শুরু হবে রাত ৮টায়।

 

 

কলমকথা/ বিথী