বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়ায় শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। শনিবার (১২ ফেব্রুয়ারি) নিলাম চলাকালীন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন নিলামের সঞ্চালক হিউ এডমিডেস। হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান তিনি। ভয়াবহ এ ঘটনাটি যখন ঘটে তখন নিলাম অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছিলো।
সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। আইপিএলের এবারের আসরের নিলামে নাম লিখিয়েছেন ৬০০ জন ক্রিকেটার।
এর মধ্যে প্রথমদিনের নিলামে উঠবেন ১০৬ জন ক্রিকেটার। চলমান এই নিলামে মার্কি ক্যাটাগরি থেকে শিখর ধাওয়ানকে ৮ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। রবিচন্দ্র অশ্বিনকে ৭ কোটি ২৫ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিলাম থেকে প্যাট কামিন্সকে আবারও দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।