আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে ঘটা ঘটনার জেরে শাস্তি পেলেন লিটন কুমার দাস ও লাহিরু কুমারা। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই শাস্তির কথা জানিয়েছে। গতকাল শারজাহতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশি ওপেনার লিটন দাস ও লঙ্কান বোলার লাহিরু কুমারা আইসিসির লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেন।
লাহিরু কুমারা ভেঙেছেন আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫। যেখানে লেখা আছে আন্তর্জাতিক কোন ম্যাচে কোন ব্যাটারকে আউট করে এমন কোন ভাষা ব্যবহার বা আচরণ করা যাবে না যা ব্যাটারকে আগ্রাসী কিছু করতে উসকে দেয়। লিটন দাস ভেঙেছেন আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২০।
যেখানে বলা আছে আন্তর্জাতিক ম্যাচে এমন কিছু করা যাবে না যা খেলাটির স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই অপরাধে লিটনের ম্যাচ ফি’র ১৫ শতাংশ এবং লাহিরু কুমারার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।