ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আজকের খেলায় মাঠে নামবে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। রোববার (২৭ মার্চ) ব্রাব্রোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে আইপিলে এখন পর্যন্ত শিরোপা না জেতা এই ফ্রাঞ্জাইজি।
গতকাল শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) অনায়াসে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এ বছর আইপিএলে নেই বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান নেই।
আরেক পেসার তাসকিন প্রস্তাব পেলেও বিসিবির ছাড়পত্র না থাকা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন বলে। ফলে কোটি টাকার এই আসরে এবার বাংলাদেশের হয়ে একমাত্র মুস্তাফিজই প্রতিনিধিত্ব করছেন। দিল্লি মুস্তাফিজের ভিত্তি মূল্য দিচ্ছে ২ কোটি রুপি।
তবে আজ দিল্লির প্রথম ম্যাচে মুস্তাফিজের না খেলার সম্ভাবনাই বেশি। কেননা তাকে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। ফলে আগামী ২ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামার সম্ভাবনা মুস্তাফিজের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।