প্রথমবারের মতো নারী বিশ্বকাপে অংশ নিতে নিউজিল্যান্ডের উদ্দেশে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিগার সুলতানার নেতৃত্বে দেশ ছাড়বে টাইগ্রেসরা। ৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড পৌঁছাবেন জাহানারা-সালমারা। সেখানে পৌঁছেই ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল।
এরপরেই মিলবে অনুশীলনের ছাড়পত্র। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। এদিকে ৪ মার্চ থেকে পর্দা উঠতে যাচ্ছে এবারের নারী বিশ্বকাপের। আর পরের দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগ্রেসরা।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।