শরীরের ইনজুরির জন্য বেশ কিছুদিন হলো খেলার বাইরে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এবং দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সম্প্রতি নিজের খেলা ও পারিপার্শ্বিক বিষয় নিয়ে দেশের জনপ্রিয় সাংবাদিক উৎপল শুভ্রকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করতে গিয়ে তামিম বলেন,

‘আমার প্রথম ভালোবাসা ক্রিকেট। তারপর সবকিছু।’ দীর্ঘদিন ইনজুরিতে থাকায় নিজের অভিজ্ঞতা সম্পর্কে তামিম বলেন, ‘একেবারে ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। বলা ভালো, ভেরি ফ্রাসটেটিং এক্সপেরিয়েন্স। ইনজুরিতে পড়ার পরের এক মাস…কী বলব…আমি ইনজুরিতে ছিলাম, আবার ইনজুরিতে পড়লাম…ওই এক মাস ওয়াজ ভেরি ফ্রাসটেটিং ফর মি।

অনেকে শুনে একটু অবাক হতে পারে যে ফ্যামিলি টাইম, এই টাইম, ওই টাইম এসব পেয়েছি…হ্যাঁ, সবই ভালো ছিল। বাচ্চাদের সময় দিতে পেরেছি, সবই ঠিক। বাট এন্ড অব দ্য ডে আমি সবসময় একটা কথা বলি, ‘আমার প্রথম ভালোবাসা ক্রিকেট।

তারপর সবকিছু’। আপনি যখন আপনার পছন্দের জিনিসটা করতে পারবেন না, তখন আপনি কিন্তু এমনি ফ্রাসট্রেটেড হয়ে যাবেন। এই পাঁচ মাসটা আমার কাছে যদি এক শব্দে বলতে বলেন তাহলে ‘ফ্রাসট্রেটিং’।’