অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ প্লেঅফের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়েছিলেন আরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে ১৭৫ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
গতকাল সোমবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় টস জিতে প্রথমে ব্যাটিং করে সবগুলো উইকেট হারিয়ে এই রান তুলতে সক্ষম হয় রাকিবুল হাসানরা। এ খেলায় একাই লড়েছিলেন আরিফুল ইসলাম। বাংলাদেশ ২৩ রানের মধ্যেই হারিয়ে ফেলে টপ অর্ডারের ৩ উইকেট।
একে একে ফিরে যান মাহফিজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা। চতুর্থ উইকেট জুটিতে ইফতেখার হোসাইন ইফতিকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আরিফুল ইসলাম। দলের রান ১৭৫, আরিফুল একাই করেছিলেন ১০০। তার এই বীরত্বগাথা ম্লান পাকিস্তানের জয়ে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।