তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী শ্রীলঙ্কাকে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিল স্বাগতিক ইংল্যান্ড।
সাউদাম্পটনে শনিবার রাতের ম্যাচে ৮৯ রানে জিতেছে ইংলিশরা। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ডেভিড মালান ৪৮ বলের ৭৬ রান করেন, হাঁকান ৫টি চার ও ৪টি ছক্কা। জনি বেয়ারস্টো ৪৩ বলে ৫টি চার ও ১টি ছক্কায় করেন ৫১ রান।
শ্রীলঙ্কার পক্ষে ১৭ রানের খরচায় চারটি উইকেট শিকার করেন দুশমন্থ চামিরা। ১৮১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ইংলিশ বোলিং তোপে মাত্র ৯১ রানেই অলআউট হয়ে যায় ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলটি। বিনুরা ফার্নান্ডু ২০ ও ওশাদা ফার্নান্ডু ১৯ রান করেছেন। ইংল্যান্ডের পক্ষে ডেভিড উইলি ৩টি উইকেট শিকার করেন। ২টি উইকেট নেন স্যাম কারান। ম্যাচসেরা হয়েছেন ডেভিড মালান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।