টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই সিরিজ খেলতে মাঠে নেমে পড়েছে ভারত-নিউজিল্যান্ড। এই সিরিজ থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

এবার তার দেখাদেখি টি-টোয়েন্টি সিরিজ না খেলার সিদ্ধান্ত লাল ডানহাতি পেসার কাইল জেমিসনও। নিউজিল্যান্ড হেড কোচ গ্যারি স্টিড বুধবার নিশ্চিত করেছেন, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে এই পেসারকে বাইরে রাখা হচ্ছে।

গতকালই ব্ল্যাক ক্যাপসরা জানিয়েছিল, ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দেওয়া হচ্ছে টেস্ট সিরিজে। তার জায়গাতেই পেস বোলিং আক্রমণ সামলাবেন কাইল জামিসন।

এই পেস বোলারকে মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ এবং চনমনে রাখতেই টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে সিদ্ধান্ত।