বিতর্কে কখনও দেখা গেছে তাকে? না। কখনও কোনও জটিলতায় থেকেছেন? না। এমনকি খুব বেশি কথা বলতে শোনা গেছে? না। সেই তিনিই কিনা যাবতীয় বাঁধ ভেঙে ফেললেন। যাকে এতদিন সহনশীল মনে হয়েছে, সেই তিনি কিনা বিস্ফোরক মন্তব্য করে বসলেন। এই তিনি হলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা।

ভারতীয় টেস্ট টিম থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা। আর তিনি অভিযোগ তুললেন কার বিরুদ্ধে? আর কেউ নন, সরাসরি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে। তিনি জানালেন, কথা দিয়েও কথা রাখেননি সৌরভ।

কী বলেছিলেন সৌরভ? ঋদ্ধি বলেন, কাঁধে অস্ত্রোপচারের পর আমি টিমে নিয়মিত ছিলাম না। পন্থকে যখন নিউজিল্যান্ড সিরিজে ছুটি দেওয়া হয়েছিল, আমি খেলেছিলাম। ঘাড়ের ব্যথা নিয়েও ৬১ করেছিলাম। তিনি (সৌরভ গাঙ্গুলি) বলেছিলেন- যতদিন আমি আছি, তোকে কিছু ভাবতে হবে না। তার কথা শুনে খুব স্বাভাবিক ভাবেই মনোবল বেড়ে গিয়েছিল। কিন্তু সাউথ আফ্রিকা সিরিজের পর যখন উল্টো হল, তখন সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম। একটা সিরিজে কী এমন হল? আমার বয়স কি হঠাৎই বেড়ে গেল নাকি?

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার ঋদ্ধিমান সাহার। ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের পছন্দের তালিকায় না থাকায় বাদ পড়েছেন এমন দাবি ঋদ্ধিমানের। দল ঘোষণার পর তিনি বলেন, এখন বলতে আর অসুবিধে নেই। রাহুল ভাই আমাকে বলেছিলেন, ভবিষ্যতে আমাকে আর ভারতীয় দলের জন্য ভাবা হবে না। দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়ে আমাকে আকার-ইঙ্গিতে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

 

কলমকথা/ বিথী