এবার বাংলাদেশের মূল দলকে বিশ্বকাপ জেতাতে চান অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী স্কোয়াডের অন্যতম সদস্য তৌহিদ হৃদয়। ইতোমধ্যে বিশ্বকাপ জেতা ঐ স্কোয়াডের দুই জন জাতীয় দলে খেলেছেনও।
হৃদয় জানালেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশকে মূল বিশ্বকাপ জেতাতে চান তিনি। একই প্রত্যয় তার সাথে যুব বিশ্বকাপ জেতা বাকি সব সদস্যেরও।
হৃদয় বলেন, ‘যতদিন ক্রিকেট খেলব ততদিনই এটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) আমাদের আত্মবিশ্বাস দিবে। কীভাবে বিশ্বকাপ জিততে হয় সেই কাজ আমরা করেছি। আমরা সুযোগ পেলে মূল বিশ্বকাপ জিতব।’
তিনি আরও বলেন, ‘এটা নির্ভর করছে আমরা কীভাবে চাই তার ওপর। মানুষ চাইলে সবকিছু সম্ভব। আমরা সেরাটা দিয়ে জাতীয় দলে ঢুকার, জাতীয় দলে ভালো পারফর্ম করার চেষ্টা করব। অনেকের ক্ষেত্রে হবে, অনেকের ক্ষেত্রে হবে না। আমরা সেরাটা দিয়েই চেষ্টা করব।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।