টানটান উত্তেজনায় পূর্ণ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের জয়রথ থামিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। জয়ের আশা জাগিয়েও শেষ অব্দি জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাবর আজমের দল। ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মার্কাস স্টয়নিস এবং ম্যাথু ওয়েডের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া জিতে যায় পাঁচ উইকেটে।

এই জয়ের মধ্য দিয়েই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিশ্চিত করে অজিরা। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে আগে থেকেই ফাইনালে প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছে নিউজিল্যান্ড। ফাইনালে কিউইদের জন্য হুমকি হতে পারে অজি তারকা ডেভিড ওয়ার্নার।

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি রান এই বাঁ-হাতি ওপেনারের। তার রান ৮৭ ম্যাচের ৮৭ ইনিংসে ২৫০১। ১০ ইনিংস অপরাজিত বলে গড় ৩২.৪৮ এবং স্ট্রাইক রেট ১৪০.৫০। সেঞ্চুরি করেছেন একটি এবং হাফসেঞ্চুরি ২০টি। ১০০ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ২০১৯ সালে অ্যাডিলেডে শ্রীলঙ্কার বিপক্ষে।