ভারত-পাকিস্তান ম্যাচ এখন অতীত। টিম ইন্ডিয়ার নজরে এখন কিউয়ি বধ। রবিবার (৩১ অক্টোবর) টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামতে চলেছে ভারত।
সেই ম্যাচে ভারতের প্রথম একাদশে পরিবর্তন চাইছেন ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ভারতের দুই পরিবর্তন চাইছেন তিনি।
ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং সিনিয়র বোলার ভুবনেশ্বর কুমারকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাদ দিতে বলছেন গাভাস্কার।
বিরাটদের এই দুই ক্রিকেটারের বদলি কারা হতে পারেন সেকথাও বলেছেন তিনি। ব্ল্যাকক্যাপসদের বিরুদ্ধে হার্দিকের বদলে তারই মুম্বাইয়ের সতীর্থ ঈশান কিষাণ এবং ভুবনেশ্বর কুমারের বদলে শার্দূল ঠাকুরকে প্রথম একাদশে রাখার পরামর্শ দিচ্ছেন গাভাস্কার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।