ভারত জাতীয় ক্রিকেট দলের কোচ এখন দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়। কোহলি, রোহিত, অশ্বিনদের গুরু তিনি। আর গুরু দ্রাবিড় কি না ক্ষমা চাইলেন শিষ্য স্পিনার রবিচন্দ্র অশ্বিনের কাছে! ঘটনাটি ১০ বছর আগের। সে সময় দ্রাবিড় ছিলেন অশ্বিনের সতীর্থ। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো এক ম্যাচে অশ্বিনের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ওসি তারকা মাইকেল হাসি।
আর সেই সহজ ক্যাচ ফস্কে গিয়েছিল দ্রাবিড়ের হাত থেকে। ক্যাচটি সেই ম্যাচের জন্য টার্নিং পয়েন্ট ছিল। এমন গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দেওয়ায় মাশুলও গুনতে হয় ভারতকে। আর ভারতীয় দলের হেড কোচ হয়ে সেই ক্যাচ মিসের স্মৃতিচারণ করলেন দ্রাবিড়।
ক্ষমা চাইলেন অশ্বিনের কাছে। নিজের ইউটিউব চ্যানেলে ‘৪০ শেডস অফ অ্যাশ #আস্ক অ্যাশ’ অনুষ্ঠানে এমনটাই জানালেন অশ্বিন। তবে সেই ঘটনার জন্য আগেও ক্ষমা চেয়েছিলেন দ্রাবিড়।
ভারতের গণমাধ্যম এনডিটিভিতে একটি অনুষ্ঠানে দ্রাবিড় বলেছিলেন, ‘অশ্বিন দুর্দান্ত বল করছিল। সত্যিই ভালো বল করছিল ও। আমি মাইক হাসির একেবারে সহজ ক্যাচ ফেলে দিয়েছিলাম। আমি ক্ষমাপ্রার্থী অশ্বিন। তখনও আমি ওকে স্যরি বলেছিলাম।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।