টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতকে। সেই ম্যাচে বিরাট কোহলি ৫৭ রানের একটা ইনিংস খেলেছিলেন বটে। কিন্তু টি-২০ র‍্যাঙ্কিংয়ে ব্যাটরদের তালিকায় একধাপ নেমে যেত হল বিরাট কোহলিকে। টি-২০ বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর পর প্রথম র‍্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি।

তালিকায় এক ও দুই নম্বর স্থানে কোনও পরিবর্তন হয়নি। শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয় স্থানে পাকিস্তান অধিনায়ক বাবর আজম । চার নম্বর থেকে পাঁচে নেমে গেলেন বিরাট কোহলি। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করা পাক উইকেট কিপার মোহম্মদ রিজওয়ান, উঠে এলেন তিন ধাপ। সাত থেকে চার নম্বরে তিনি। ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিং তার।