বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুজিববর্ষ উপলক্ষ্যে ২০২০ সালের মার্চে মিরপুর শের-ই-বাংলায় এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু মহামারি করোনার কারণে সেই সূচি উলট পালট হয়ে যায়।

এছাড়াও মিরপুর স্টেডিয়ামে ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানকে নিয়ে কনসার্ট করার কথা ছিল। কিন্তু করোনার কারণে তাও বাতিল হয়ে যায়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আগামী ২৯ মার্চ মিরপুর স্টেডিয়ামে হবে কনসার্টটি। আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে এশিয়া ও বিশ্ব একাদশ মধ্যকার ম্যাচ এখনই আয়োজন করতে পারছে না বিসিবি।

কনসার্টে মুজিববর্ষের থিম সং গেয়ে শোনাবেন এ আর রহমান। আগামী ২৯ মার্চ মিরপুরে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে এ আর রহমানের সঙ্গে বাংলাদেশের শীর্ষ কয়েকজন সংগীত তারকারও পারফর্ম করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী। তিনি বলেন, আগামী ২৯ মার্চ কনসার্টটি অনুষ্ঠিত হবে। সেই পরিকল্পনাতেই আমরা এগোচ্ছি। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী, পরিচালক এ আর রহমান।

 

 

কলমকথা/ বিথী