মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল টেস্টে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল। শুরুটা দারুণ হয়েছিল টাইগারদের। ইনিংসের চতুর্থ ওভারে শরীফুল ইসলাম সাজঘরে ফেরান কিউই অধিনায়ক টম ল্যাথামকে। শরীফুল ফিরিয়েছেন রস টেইলরকেও।

তবে তিনে নামা ডেভন কনওয়ের সেঞ্চুরি থামানো যায়নি। সেঞ্চুরি হাঁকিয়ে শেষ পর্যন্ত অনিয়মিত স্পিনার অধিনায়ক মুমিনুল হক সৌরভের বলে আউট হন কনওয়ে। মাঝে ফিফটি করে আউট হয়েছেন উইল ইয়াং। নিউজিল্যান্ডের দলীয় ১ রানেই শরীফুলের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন ল্যাথাম (১)।

তবে দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন কনওয়ে-ইয়াং। দলীয় ১৩৯ রানে রান আউটে কাটা পড়েন ইয়াং। ১৩৫ বলে ৬ বাউন্ডারিতে ৫২ রান করেন তিনি। এরপর উইকেটে আসেন টেইলর।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষেই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটবে টেইলরের। তার বিদায়টা সুখকর হতে দেননি শরীফুল।

৩১ রান করা টেইলরকে সাদমানের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরীফুল। প্রতিবেদন প্রস্তুতের সময় কিউইদের সংগ্রহ ৮২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান।