আইপিএলে শনিবার (১২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে বিশ্বসেরা টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠান। নিলামের শুরু থেকেই ‘কলকাতা নাইট রাইডার্সে’র হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন শাহরুখ খান।

কিন্তু এবারের নিলামে শাহরুখের জায়গায় দলের জন্য খেলোয়ার কিনছেন শাহরুখপূত্র আরিয়ান খান ও কন্যা সোহানা খান। জামিনে মুক্তি পাওয়ার পর বাইরে দেখা মেলেনি আরিয়ানের। এদিন নিলামে শাহরুখ পুত্র-কন্যার বাইরে কেকেআরের যৌথ কর্ণধার জুহি চাওলা এবং তার মেয়ে জাহ্নবীও অংশ নিয়েছেন।

বেশ কয়েক বছর আগে আরিয়ান আর জাহ্নবী কেকেআরের হয়ে নিলামে অংশ নিয়েছিলেন। সে সময় তাঁদের ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।