ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যান ইয়াসির আলিকে আউট করার পর অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় শাস্তি পেয়েছেন কাইল জেমিসন। নিউজিল্যান্ডের এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন সোমবার (১০ জানুয়ারী) বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১তম ওভারের ঘটনা এটি। ক্যারিয়ারে প্রথম টেস্ট ফিফটি করে ইয়াসির ৫৫ রানে জেমিসনের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। তখনই ওই কাণ্ড ঘটান দীর্ঘদেহী ফাস্ট বোলার।

তার আচরণ পছন্দ হয়নি মাঠের আম্পায়ারদের। তাদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেন ম্যাচ রেফারি জেফ ক্রো। ম্যাচ শেষে মঙ্গলবার (১১ জানুয়ারি) শাস্তির বিষয়টি জানায় আইসিসি।