আইসিসি বোলারদের সবাই রাখলেন অবদান। নামিবিয়াকে একশর নিচে থামিয়ে গড়ে দিলেন ভিত। তবুও টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতে একটু চাপেই পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে আভিশকা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসের ব্যাটে শেষ পর্যন্ত সহজ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে দলটি। আবু ধাবিতে ‘এ’ গ্রুপের ম্যাচে ৭ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। নামিবিয়ার ৯৬ রান ৩৯ বল বাকি থাকতে ছাড়িয়ে যায় ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা।
শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে রানের জন্য ভুগতে হয় নামিবিয়ার ব্যাটসম্যানদের। ৩০ পর্যন্ত যেতে পারেননি কেউ। গড়ে ওঠেনি তেমন কোনো জুটি। তৃতীয় উইকেটে সর্বোচ্চ ৩৯ রানের জুটি গড়েন ক্রেইগ উইলিয়ামস ও গেরহার্ড এরাসমাস। তাদের জুটি ভাঙার পর ধস নামে নামিবিয়ার ইনিংসে। দলটি শেষ ৭ উইকেট হারায় কেবল ২৩ রানে। এই দুই জনের বাইরে দুই অঙ্কে যান কেবল জেজে স্মিট। দুই ওপেনারকে দ্রুত ফেরানোর পর মিডল অর্ডারেও ছোবল দেন মাহিশ থিকশানা। ২৫ রানে ৩ উইকেট নিয়ে এই ‘রহস্য স্পিনার’ জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
দুটি করে উইকেট নেন লাহিরু কুমারা ও ভানিন্দু হাসারাঙ্গা। ছোট রান তাড়ায় দ্বিতীয় ওভারেই কুসল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। পরের ওভারে বের্নার্ড শুলজের বলে এলবিডব্লিউ হয়ে যান পাথুম নিসানকা। পাওয়ার প্লের শেষ ওভারে ফিরে যান দিনেশ চান্দিমালও। ২৬ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারানো দলকে পথ দেখান আভিশকা ও রাজাপাকসে। তাদের ব্যাটেই জয়ের বন্দরে পৌঁছায় দাসুন শানাকার দল। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুই ছক্কায় ২৮ বলে ৩০ রান করেন আভিশকা। রাজাপাকসে চারটি চার ও দুই ছক্কায় ২৭ বলে করেন ৪২।
সংক্ষিপ্ত স্কোর:
নামিবিয়া: ১৯.৩ ওভারে ৯৬ (বার্ড ৭, গ্রিন ৮, উইলিয়ামস ২৯, এরাসমাস ২০, ভিসা ৬, স্মিট ১২*, ফ্রাইলিঙ্ক ২, লফটি-ইটন ৩, ট্রাম্পেলমান ১, পিকি ইয়া ফ্রান্স ১, শুলজ ০; চামিকা ৪-০-১৭-১, চামিরা ৪-০-১৯-১, থিকশানা ৪-০-২৫-৩, কুমারা ৩.৩-০-৯-২, হাসারাঙ্গা ৪-০-২৪-২)
শ্রীলঙ্কা: ১৩.৩ ওভারে ১০০/৩ (নিসানকা ৫, কুসল পেরেরা ১১, চান্দিমাল ৫, আভিশকা ৩০*, রাজাপাকসে ৪২*; ভিসা ২-০-১১-০, ট্রাম্পেলমান ৩-০-২৭-১, শুলজ ৩-০-১৬-১, স্মিট ১-০-৭-১, পিকি ইয়া ফ্রান্স ১-০-৬-০, লফটি-ইটন ১-০-৭-০,ফ্রাইলিঙ্ক ১.৩-০-১৭-০, এরাসমাস ১-০-৫-০)
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মাহিশ থিকশানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।