ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে মুখোমুখি আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং লিমিটেড। শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় লড়াইয়ে নামছে দুই দল। এর আগে টস জিতে ফিল্ডিং নিয়েছে মোহামেডান।
প্রথম পর্বে ‘জাতীয় দল’খ্যাত আবাহনী শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করতে পারেনি। তাদের অবস্থান তৃতীয় স্থানে। অন্যদিকে মোহামেডান টানা তিন ম্যাচে হেরে সুপার লিগে ওঠা নিয়ে ধোঁয়াশায় থাকলেও শেষ পর্যন্ত উঠেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পঞ্চম স্থানে। এটা হতে পারতো মুশফিক-সাকিবের লড়াই। কিন্তু সাকিব ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তার পরিবর্তে মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন শুভাগত হোম। এ ছাড়া তাসকিন থাকছেন না ইনজুরির জন্য। সাকিববিহীন শুভাগত হোমের মোহামেডান খারাপ করেনি। তার অধীনেই টানা জিতে সুপার লিগ নিশ্চিত করেছিল দলটি। কব্জির ইনজুরিতে ভোগা লিটন দাস ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেছেন সুপার লিগ দিয়ে। তিনি প্রথম পর্বে একটি ম্যাচও খেলতে পারেননি। তার মাঠে ফেরা আবাহনীর শক্তি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সব কিছু মিলিয়ে দুই দলের লড়াই হবে দারুণ।
এর আগে প্রথম দেখা দেখায় আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। প্রায় ৫ বছর পর জয় পাওয়া এই ম্যাচে সাকিব-কাণ্ডে ছড়িয়েছিল উত্তাপ। এই ম্যাচে আবাহনী কী প্রতিশোধ নেবে নাকি মোহামেডান থাকবে জয়ের ধারায়?
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।