বাংলাদেশের ম্যাচ মানেই দেশে বাড়তি উম্মাদনা। শেষ এশিয়া কাপে ভরাডুবির পর এবারের বিশ্বকাপে তাই টাইগারদের কাছে দেশের মানুষের আকাঙ্ক্ষা আরও বেড়েছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে। এদিকে, ম্যাচের আগে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকয়টি আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

ভালো খেলতে না পারলেও বরাবরের মতো আশায় বুক বাঁধছেন সবাই। অস্ট্রেলিয়ার পেসবান্ধব বাকি মাঠগুলোর মতো হোবার্টের উইকেটও বাউন্সি।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, বাস ডি লিড, কলিন আকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), টিম প্রিঙ্গেল, টিম ভন ডার গুগটেন, পল ভন মিকোরেন ও রোলফ ভান ডার মারউই।