নিয়ম রক্ষার ম্যাচে আজ (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে চার ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। এদিকে, আজ ম্যাচের আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

আজকের ম্যাচের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে জিততে উন্মুখ হয়ে থাকবে টাইগাররা। প্রথম রাউন্ডে দুইটি জয় নিয়ে সুপার টুয়েলভে কোয়ালিফাই করা বাংলাদেশ এ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি।

শ্রীলংকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর টাইগাররা সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। এদিকে দুই দলের সাম্প্রতিক লড়াইয়ের পরিসংখ্যান সাহস যোগাতে পারে বাংলাদেশকে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের আগে আশার পালে হাওয়া লাগিয়েছিল মাহমুদউল্লাহ বাহিনী। যদিও বিশ্বকাপে সেই আগ্রাসী পারফরম্যান্সের ছিটেফোঁটাও নেই। তবে আজ অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্য অটুট আছে এখনও।