টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মঙ্গানুইয়ে দুর্দান্ত ক্রিকেট খেলে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। যদিও ক্রাইস্টচার্চে পরের টেস্টে হেরেছে। তারপরও জয়ের স্বাদ নিয়েই আজ শনিবার (১৫ জানুয়ারি) বিকালে ঢাকায় পা রাখার কথা মুমিনুলদের।

বিসিবি টাইগার ক্রিকেটারদের লালগালিচা সংবর্ধনা দিবে কিনা তা এখনো জানা যায়নি। তবে অতীত রেকর্ডস জানায়, সাফল্য নিয়ে ক্রিকেট দল দেশে ফিরলে হুড়োহুড়ি লেগে যায় বিসিবি কর্মকর্তাদের। গতকাল শুক্রবার ঢাকায় ফিরেছেন ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

মুমিনুলদের সঙ্গে আসছেন না হেড কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। ২০ জানুয়ারি চুক্তি শেষ গিবসনের। টাইগারদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না জানিয়েছেন ক্যারিবীয় কোচ।

গিবসন কাজ করবেন পিএসএলে মুলতান সুলতানের পক্ষে। ডমিঙ্গো বিশ্রাম নিতে ফিরে গেছেন জন্মভূমি দক্ষিণ আফ্রিকায়। ২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল। আফগানিস্তানের সঙ্গে সিরিজ বিপিএলের পরপর বলে তিনি বিশ্রাম নিয়েছেন।

বি/ সুলতানা