বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ দল আরও ৫৭ রান রান যোগ করে ৪৫৮ রানে ইনিংস শেষ করেছে। এর আগে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসের ৩২৮ রানে গুটিয়ে দিয়েছে মুমিনুল বাহিনী। এতে প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) কিউইদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই নিউজিল্যান্ডকে চাপে রাখতে পেরেছে বাংলাদেশ। অধিনায়ক টম ল্যাথামকে টাইগার পেসার তাসকিন এবং গত ইনিংসের সেঞ্চুরিয়ান কনওয়েকে ফিরিয়ে দিয়েছেন ইবাদাত হোসেন।
৩৩ রানে দুই উইকেট হারিয়ে চাপের মুখে থাকা নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। ক্রিজে আছেন উইল ইয়ং ৩৮ ও রস টেইলর ১১ রানে অপরাজিত আছেন। লাঞ্চ ব্রেকের ২০ মিনিট আগে বাংলাদেশকে ৪৫৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড।
টাইগার পেসাররা শুরুতেই স্বাগতিকদের বিপদে ফেলেছে। প্রতিবেদন প্রস্তুতের সময় কিউইদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৮৯ রান। এখনও ৪১ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।