তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। তাদের বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সফরে আফগানিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন স্টুয়ার্ট ল। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বার্তায় এমনটাই জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ল আফগানিস্তানের আগের কোচ ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন। যিনি গেল সেপ্টেম্বরে পারস্পারিক সমঝোতায় চাকরি ছেড়েছিলেন। ল এর আগে বাংলাদেশের কোচ ছিলেন। তার তত্ত্বাবধানেই বাংলাদেশ ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। শেষ ওভারে হেরেছিল পাকিস্তানের কাছে।
২০১১ বিশ্বকাপের আগে তিনি শ্রীলঙ্কার অন্তর্বতীকালীন কোচ হয়েছিলেন। সেখান থেকে বাংলাদেশ দলে যোগ দেন। ২০১৭ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হয়েছিলেন দুই বছরের জন্য। তার আগে ২০১৬ সালে তিনি অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শক ছিলেন।
স্টুয়ার্ট ল ১৯৯৪-১৯৯৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫৪টি ওয়ানডে খেলেন। রান করেন ১ হাজার ২৩৭টি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স বেশ সমৃদ্ধ। কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডে তিনি সর্বকালের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।