টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২১ বছর কাটিয়ে ফেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৩০ টেস্টে মাত্র ১৬টা ম্যাচে জয় দেখেছে বাংলাদেশ। জয়ের হার .১৬৪ শতাংশ।

এরমধ্যে চলতি বছর নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় দেখেছিল টাইগার ক্রিকেট দল।

তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই গৌরব চূর্ণ হয়ে গিয়েছিল মুমিনুল বাহিনীর। দুই ম্যাচের দুই ইনিংসে শতরানের নিচে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যস্ত অবস্থায় বিসিবি বস নাজমুল হাসান পাপন জানিয়েছেন, টেস্টের জন্য আলাদা একটা দল গঠনের পরিকল্পনা করছেন তারা।

গতকাল শনিবার (২৩ এপ্রিল) বিসিবির ইফতার পার্টিতে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাপন। যেখানে তিনি জানিয়েছেন, টেস্টের দিকে আলাদাভাবে নজর দিচ্ছেন তারা। টেস্টে ভালো করার লক্ষ্যে প্রায় আলাদা একটা দল গঠনের কথা ভাবছেন তারা।

নাজমুল হাসান পাপন বলেন, আমরা টেস্টের দিকে নজর দিতে চাই। আমাদের একটা প্রায় আলাদা দল গঠনের দিকে নজর দিতে হবে। কারণ, আমরা দেখতেছি আমরা প্রথম ইনিংসে লড়াই করতে পারলেও চতুর্থ ইনিংস বা চতুর্থ দিনের পরে আমরা কলাপ্স করি।

কেন এটা হচ্ছে এটা জানতে ক্রিকেটার এবং কোচদের সঙ্গেও আমাদের কথা বলতে হবে। এরজন্য কোনো সাইকোলজিক্যাল কারণ থাকলে সেটার জন্য যা করণীয় আমরা করবো।