শ্রীলঙ্কার বোলারদের মাটিতে মিশিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। আগের দিন ডেভন কনওয়ে ২২ গজ শাসন করেন। তার থেকেও বেশি দাপুটে কেন উইলিয়ামসন ও হেনরি নিকলস।
দুজনেই করেছেন ডাবল সেঞ্চুরি। টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরিকে দুইশর ঘরে নেন উইলিয়ামসন, প্রথম নিউজিল্যান্ডার হিসেবে নাম লেখান অনন্য এক মাইলফলকে।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ২১৫ রানের স্মরণীয় ইনিংস খেলার পথে উইলিয়ামসন প্রথম কিউই ব্যাটার হিসেবে ৮ হাজার টেস্ট রানের মালিক হন। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে এই ওয়েলিংটনেই তিনি রস টেলরের ৭৬৮৩ রান অতিক্রম করে টেস্টে দেশের শীর্ষ ব্যাটারের আসনে বসেন। ৯৪তম ম্যাচ খেলতে নেমে এক ইনিংস শেষে তার রান ৮১২৪।
টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরিতে তিনি মার্ভান আতাপাত্তু, বীরেন্দর শেবাগ, জাভেদ মিয়াঁদাদ, ইউনুস খান, রিকি পন্টিং ও শচীন টেন্ডুলকারের পাশে বসলেন। বর্তমানে খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে কেবল তার চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি (৭)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।