ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের পর এবার ভারতের টেস্ট দলের দায়িত্বও ডানহাতি ব্যাটার রোহিত শর্মার হাতে তুলে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এই দলের অধিনায়ক করা হয়েছে রোহিতকে। সাথে পেসার জসপ্রীত বুমরাহকে সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
এদিকে ভারতের ঘোষিত টেস্ট দলে জায়গা পাননি আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। তাছাড়া উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা ও অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মারও জায়গা হয়নি। অন্যদিকে ঋদ্ধিমানের জায়গায় ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে ডাক পেয়েছেন কেএস ভারত। অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার সৌরভ কুমার এবং অক্ষর প্যাটেলও আছেন স্কোয়াডে।
ভারতের টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারি, শুভমান গিল, ঋষভ পন্থ, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন (ফিট থাকা সাপেক্ষে), রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব এবং সৌরভ কুমার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।