এবছরের আইপিএলে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে দলে চান ভারতের সাবেক ওপেনার এবং আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। এজন্য গতকাল রোববার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকায় ফোন করেন গম্ভীর। ফোন করে তাসকিনকে পুরো মৌসুমের জন্য দলে চান তিনি। তবে প্রস্তাবের বিষয়টি নিয়ে দল এবং বোর্ডের সঙ্গে আলোচনার জন্য তাসকিন কিছু সময় চেয়েছেন বলে জানিয়েছেন বিসিবি’র একটি নির্ভরযোগ্য সূত্র।
যদিও আজকের (সোমবার) মধ্যেই তাসকিনকে লখনউ ফ্র্যাঞ্চাইজিকে বিষয়টি জানাতে হবে বলে জানা যায়। এদিকে, বাংলাদেশ দলের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন বাস্তবতা। চাইলেও আপনি কাউকে ধরে রাখতে পারবেন না।’
এদিকে, গৌতম গম্ভীরের এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে তাসকিনকে। গতকাল ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডের পরই ঢাকা থেকে ফোনে খবরটা পেয়েছেন তাসকিন আহমেদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।