দেশের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শিরোপা ধরে রাখার মিশনে আজ রোববার (২ জানুয়ারি) মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছে দক্ষিণাঞ্চল। ডে ম্যাচ হলেও খেলাটি শুরু হয়েছে ফ্লাডলাইটের আলোতে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল সাড়ে নয়টায় শুরুর কথা থাকলেও ভোরের কুয়াশার কারণে কিছুটা দেরি করেই খেলা শুরু হয়েছে। দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের ফাইনালে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের ব্যাটিংয়ের শুরুটা মন্দ হয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ৮৬ রান তুলেছে তারা। ফেবারিট হিসেবে খেলতে নামা দক্ষিণাঞ্চল এখন পর্যন্ত পাঁচবার শিরোপা জিতেছে। ফাইনাল খেলেছে সবশেষ চারবারই।

হ্যাটট্রিক শিরোপাও আছে তাদের। এবারের বিসিএলে ফাইনালের পোশাকি মহড়াটা অবশ্য কিছু দিন আগেই হয়ে গেছে। চট্টগ্রামে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের লড়াইটা সেখানে অমীমাংসিতই থেকে গেছে। এই ম্যাচে তবে জয়ের পাল্লাটা হেলে আছে দক্ষিণাঞ্চলের দিকেই।