ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবেই বিবেচনা করা হয় মহেন্দ্র সিং ধোনিকে। তার অধিনায়কত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি, ২০১১ সালে ওয়ানডে আর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় ভারত।
তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনো আইপিএলে খেলে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসের তিনবারের শিরোপা জয়ী অধিনায়ক ধোনি।
জাতীয় দলে সাবেক হয়ে গেলেও তার আয় কমেনি কোনো অংশে, বরং বেড়েছে। এমন তথ্যই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের তথ্য অনুসারে মহেন্দ্র সিংহ ধোনিই ঝাড়খণ্ডের সর্বোচ্চ আয়করদাতা। ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে ৩৮ কোটি টাকা আয়কর দিয়েছেন ধোনি।
২০২১-২২ অর্থবছরেও তিনি ৩৮ কোটি টাকার মতো আয়কর দিয়েছিলেন। রাজ্যের সর্বোচ্চ আয়করদাতা হিসেবে ধোনির নাম জানিয়েছে ঝাড়খণ্ডের আয়কর বিভাগ।
রাঁচির কাছে ৪৩ একর কৃষিজমি রয়েছে ধোনির। এছাড়া একাধিক বাণিজ্যিক সংস্থায় বিনিয়োগ রয়েছে ভারতের সাবেক এই অধিনায়কের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনির বার্ষিক আয় কমেনি। বরং কিছুটা বেড়েছে। যদিও তার আয়ের পরিমাণ গোপন রাখা হয়েছে।
২০২০-২১ অর্থবছরে ধোনি আয়কর দিয়েছিলেন ৩০ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে তিনি আয়কর দিয়েছিলেন ২৮ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে আয়কর দিয়েছিলেন প্রায় ২৮ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে ধোনি আয়কর দিয়েছিলেন ১২ কোটি ১৭ লাখ টাকা। তার আগে ২০১৬-১৭ অর্থবছরে ১০ কোটি ৯৩ লাখ টাকা আয়কর দিয়েছিলেন ধোনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।