শেষ হলো টি-টোয়েন্টি জগতের সবচেয়ে জৌলুসপূর্ণ ফ্রেঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আইপিএলের ১৫তম আসরের ‘মেগা অকশন’ বা নিলাম। এবারের নিলামকে ঘিরে বিশ্ব ক্রিকেটে বয়ে গেছে প্রচন্ড ঝড়। কারণ একটাই, বর্তমান বিশ্বে ক্রিকেটের এক নম্বর ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট হলো আইপিএল। বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের মিলন দেখা যায় এই লিগে। বিশ্বের কোণায় কোণায় লুকিয়ে থাকা হাজারও প্রতিভা বিশ্ব দরবারে নিজেকে চেনাতে এই টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখেন।

গেল ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতের ব্যাঙ্গালুরে আইপিএল ইতিহাসের অন্যতম বড় নিলামটি অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এই নিলামে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার। তবে ফ্রেঞ্চাইজিগুলোর পছন্দের তালিকায় থাকা ক্রিকেটারদের রেখে সর্বমোট ৫৯০ জন ক্রিকেটারের নাম নিলামে তোলা হয়, যাদের মধ্যে ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশি ক্রিকেটার ছিল। পাঁচজন বাংলাদেশি ক্রিকেটারও ছিলেন এই তালিকায়। এখান থেকে দল পাওয়ার কথা ছিল ২১৭ জনের। তবে, নিলাম শেষে দল গুলো সম্মিলিতভাবে দলে ভিড়িয়েছে ২০৪ জন। এদের মধ্যে ১৩৭ জন ছিল ভারতীয়, ৬৭ জন বিদেশি। ফ্রেঞ্চাইজিগুলো দল গঠনে মোট খরচ করেছে ৫৫১.৭ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৬৩০ কোটি টাকা।

এবারের নিলাম নিয়ে ক্রিকেটার এবং ভক্তদের মাঝে ছিল বাড়তি উত্তেজনা। কারন, দলগুলো নতুনভাবে সাজানোর লক্ষ্যে আগে থেকেই অধিকাংশ খেলোয়াড়কে দল থেকে ছাটাই করেছিল। ফ্রেঞ্চাইজিগুলোকে নিয়মনীতিও বেধে দেওয়া হয়েছিল সেভাবে। এবারের নিলামে নিয়ম ছিল, একটি দল ৪ জনের বেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে না। যার মধ্যে সর্বোচ্চ তিনজন ভারতীয় ক্রিকেটার এবং দু’জন ভারতের বাইরের ক্রিকেটারকে রিটেইন করতে পারবে তারা। এজন্য আগের স্কোয়াড থেকে হাতেগোনা কয়েকজনকে রেখেছিল ফ্রেঞ্চাইজিগুলো। আর এই আসরে দুইটি নতুন দল আসায়, প্লেয়ারদের লড়াইটাও জমিয়ে দিয়েছিল। নতুন অনেক প্লেয়ার যোগ হওয়ার সম্ভাবনাও বেড়েছিল।

বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ধরে রেখেছিল রবিন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি, ইংল্যান্ডের মঈন আলী ও ঋতুরাজ গাইকোয়াড়কে। দিল্লী কাপিটালস ধরে রেখেছিল রিশাভ পান্ত, আক্সার প্যাটেল, পৃথ্বি শ ও দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়াকে। কলকাতা নাইট রাইডার্স তাদের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগানকে ছেড়ে দিয়ে রিটেইন করেছিল আন্দ্রে রাসেল, ভারুন চক্রবর্তী, ভেঙকাটেশ আইয়ার ও সুনীল নারাইনকে। দীর্ঘদিন এই দলে খেলা সাকিব আল হাসানকেও ছেড়ে দেয় এই ফ্রেঞ্চাইজিটি।

এদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সে রেখেছিল রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, সুরিয়াকুমার যাদব ও কাইরন পোলার্ডকে। পাঞ্জাব কিংস একমাত্র দল যারা মাত্র দু’জন ক্রিকেটার ধরে রেখেছিল। তারা মায়াঙ্ক আগারওয়াল ও আর্মদিপ সিংকে রিটেইন করে। রাজস্থান রয়েলস সাঞ্জু স্যামসন, জস বাটলার ও ইয়াশাসভি জেয়সওয়ালকে রিটেইন করেছে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর রিটেইন করেছিল ভিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ সিরাজকে।

সানরাইজার্স হায়দ্রাবাদ কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ ও উমরান মালিককে রেখেছিল আগের স্কোয়াড থেকে। নতুন ফ্র্যাঞ্চাইজ আহমেদাবাদ তথা গুজরাট টাইটান্স অধিনায়ক হিসেবে নিয়েছে হার্দিক পান্ডিয়াকে। সাথে রশিদ খান ও শুভমান গিলকে তারা দলে নিয়েছিল নিলামের আগেই। আরেক নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস নিলামের আগে দলে নিয়েছিল লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিস ও রাভি বিষ্ণয়কে।

১২ ও ১৩ ফেব্রুয়ারি হওয়া দুই দিনের নিলামে হয়েছে অনেক নাটকীয়তা, অনেক নামীদামী খেলোয়াড়দের পড়তে হয়েছে বিড়ম্বনায়। টি-টোয়েন্টি ফেরিওয়ালা খ্যাত অনেক বিখ্যাত ক্রিকেটারও এবারের নিলামে রয়েছেন অবিক্রিত। আবার চড়া দামে বিক্রি হয়েছেন অনেক উদীয়মান তরুণ ক্রিকেটার। এবারের নিলাম দেখে একটা বিষয়ে পুরোপুরি ধারণা পাওয়া গেছে। তা হলো- ফ্রেঞ্চাইজিগুলোর এবারের আগ্রহের কেন্দ্রবিন্দু মূলত দেশি এবং তারুণ্য নির্ভর দল গঠনের দিকে ছিল।

নিলাম জমে উঠেছিল প্রথম দিনই, যখন দুই নম্বর সেটে দল পাননি আইপিএলের অন্যতম সেরা ক্রিকেটার সুরেশ রায়না, ডেবিড মিলার ও স্টিভ স্মিথ। চার নম্বর সেটে এসে দল পাননি বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। ২০১১ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলে আসা অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের দল না পাওয়া নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সাকিব দল না পাওয়ার অবশ্য অন্য কারণ আছে। এবছর আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রয়েছে। পুরো আইপিএলে সাকিবকে পাওয়া যাবে না বলে আগেই জানানো হয় বিসিসিআইকে। কেউ তাকে দলে ভেড়ালেও সর্বোচ্চ ৬/৭টি ম্যাচ খেলতে পারতেন তিনি। তাই হয়তো এবার কেউ তাকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি! দ্বিতীয় দিন নিলামে উঠেও অবিক্রিতই থেকে যান তিনি।

এছাড়া প্রথম দিন অবিক্রিত ছিলেন টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার মোহাম্মদ নাবি, ম্যাথু ওয়েড, স্যাম বিলিংস, আদিল রাশিদ, মুজিবুর রহমান, ইমরান তাহির, অ্যাডাম জাম্পা, আইপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি অমিত মিশ্রা, সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা। যেখানে বিশ্বের অন্য লিগগুলোতে হট কেক হয়ে আগেই জায়গা পেয়ে যান লেগ স্পিনাররা, সেখানে এবারের আইপিএল নিলামে ঘটেছে তার উল্টো ঘটনা। জাম্পা, রাশিদ, তাহির লামিচানের মতো বিশ্বমানের লেগ স্পিনারদের প্রথম ডাকে প্রত্যাখ্যান করেছে ফ্রেঞ্চাইজিগুলো।

প্রথম দিনে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার ইশান কিশান। ১৫.২৫ কোটি রুপিতে তাকে দলে নেয় মুম্বাই। এই আসরে তিনিই সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন। আইপিএল ইতিহাসে যা ২য় সর্বোচ্চ দাম। এছাড়া এদিন সর্বোচ্চ দাম পেয়েছেন- দিপক চাহার (১৪ কোটি, চেন্নাই), শ্রেয়াস আইয়ার (১২.২৫ কোটি, কলকাতায়), শার্দুল ঠাকুর (১০.৭৫ কোটি, দিল্লি), একই পারিশ্রমিকে নিকোলাস পুরান হায়দ্রাবাদে, ১০.৭৫ কোটিতে হার্শাল প্যাটেল ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নিয়েছে ব্যাঙ্গালুর। চমকপ্রদ ছিল, ২০ লাখ বেইজ প্রাইজের আবেশ খানকে ১০ কোটিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কেনার বিষয়টি। এছাড়া এদিন আরেক বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকেও নিলামে তোলা হয়। ২ কোটি রুপিতে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস।

দ্বিতীয় দিনের নিলামে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আশা ছিল সাকিবকে আবারো নিলামে তোলা হবে। তাছাড়া নিলামে জায়গা পাওয়া অন্য সদস্য লিটন দাস, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে নিয়েও আশাবাদী ছিল তারা। কিন্তু লিটনের সিরিয়াল আসলেও ডাকা হয়নি তার নাম। শরিফুল, তাসকিন পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয়নি সঞ্চালকের। এদিন, আবারো সাকিবের নাম উঠলেও দল পাননি তিনি।

এদিন প্রথমবার নিলামে উঠে দল পাননি কলকাতাকে গতবার নেতৃত্ব দেয়া ইয়ন মর্গান, ইয়ং সেনসেইশন মারনুস লাবুশানে, অস্ট্রেলিয়ার কাপ্তান অ্যারন ফিঞ্চ, চেতেশ্বর পুজারা, ইশান্ত শর্মা, শেল্ডন কট্রেল, তাবরিজ শামছি, আফগান লেগ স্পিনার কাইস আহমেদ ও নিউজিল্যান্ডের ইশ সৌদি, মার্টিন গাপটিল, রোস্টন চেজের মতো ক্রিকেটাররা। তবে এই দিনের নিলামের প্রথম দিকটা জমিয়ে তুলেছিলেম লিয়াম লিভিংস্টোন। ১ কোটি বেইজ প্রাইজ নিয়ে নিলামে উঠা ইংলিশ এই পাওয়ার হিটার দর উঠেছে ১১.৫ কোটি রুপি।

ক্যারিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার ওডেন স্মিথও বাজিমাত করেছেন এবারের নিলামে। দর উঠেছে ৬ কোটি রুপি। ২০২২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় অলরাউন্ডার রাজ ভাওয়া ২০ লাখের বেইজ প্রাইজ থেকে নিলামে উঠে বিক্রি হয়েছেন ২ কোটি রুপিতে। শেষ দিনের সবচেয়ে আলোচিত ক্রিকেটার ছিলেন জোফ্রা আর্চার। এই আসর খেলতে পারবেন না জেনেও তাকে ৮ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই। কারনটাও স্পষ্ট। আগামী তিন বছর নিলাম না হওয়ার সম্ভাবনাই বেশি। আর তার মতো বোলারকে হাতছাড়া করতে চাইবেই বা কে? এছাড়া আরেক আলোচনার জন্ম দিয়েছেন সিঙ্গাপুরে জন্মগ্রহণ করা টিম ডেবিড। যাকে ৪০ লাখের বেইজ প্রাইজে রাখা হয়েছিল। ফ্রেঞ্চাইজিগুলোর কাড়াকাড়িতে তার দাম ঠেকেছে ৮.২৫ কোটি রুপিতে। ভাগে পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

প্রথম দিন দল না পেলেও শেষ দিনে এসে ৩ কোটি রুপিতে দল পেয়েছেন ডেভিড মিলার। প্রোটিয়া এই ব্যাটারকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। দ্বিতীয়বার নিলামে উঠা ম্যাথু ওয়েডকে ২.৪ কোটি রুপিতে দলে নিয়েছে গুজরাট, ৩.৫ কোটি চেন্নাই নিয়েছে ক্রিস জর্ডানকে, ৫০ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালে নাম লেখিয়েছেন এনগিডি, ১.৫ কোটি রুপিতে কলকাতায় এলেক্স হেলস, ২ কোটিতে লক্ষ্ণৌতে এবিন লুইস, ১.৫ কোটিতে কলকাতায় টিম সাউথি, ৪০ লাখে পাঞ্চাবে বেনি হাওয়েল, ১ কোটিতে মোহাম্মদ নাবি ও ২ কোটিতে উমেশ যাদব কলকাতায়, ১.৫ কোটিতে রাজস্থানে জিমি নিশাম, ২ কোটিতে নাথান কোল্টার নাইল রাজস্থানে গিয়েছেন।
নিলাম শেষে যেমন হলো দলগুলো-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালুর
সুযশ প্রভুদেসাই, অনুজ রাওয়াত, লুভনিথ সিসোদিয়া, শাহবাজ আহমেদ, অনিশ্বর গৌতম, বিরাট কোহলি, জেসন বেহেরেনডর্ফ, জশ হ্যাজলউড, দীনেশ কার্তিক, কর্ণ শর্মা, ডেভিড উইলি, গ্লেন ম্যাক্সওয়েল, সিদ্ধার্থ কাউল, হার্শাল পেটেল, ফাফ ডু প্লেসি, চামা মিলিন্দ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিপাল লোমরোর, শেরফানে রাদারফোর্ড, মোহাম্মদ সিরাজ ও ফিন অ্যালেন।
কলকাতা নাইট রাইডার্স
অনুকূল রায়, শিভম মাভি, অভিজিৎ তমার, প্রথম সিং, বরুণ চক্রবর্তী, রাসিখ সালাম, আমান খান, রমেশ কুমার, অশোক শর্মা, সুনীল নারাইন, টিম সাউদি, শেলডন জ্যাকসন, অ্যালেক্স হেলস, মোহাম্মদ নবী, আন্দ্রে রাসেল, আজিঙ্কা রাহানে, স্যাম বিলিংস, উমেশ যাদব, বাবা ইন্দ্রজিৎ, প্যাট কামিন্স, নিতিশ রানা, চামিকা করুনারত্নে, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ার।

পাঞ্জাব কিংস
রাহুল চাহার, আথারভা টাইডে, আরশদীপ সিং, প্রভসিমরান সিং, হারপ্রীত ব্রার, বৈভব অরোরা, আনশ প্যাটেল, রাজ আঙ্গাদ বাওয়া, বেনি হাওয়েল, শিখর ধাওয়ান, ঋষি ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষে, মায়াঙ্ক আগারওয়াল, লিয়াম লিভিংস্টোন, সন্দ্বীপ শর্মা, বাল্টেজ সিং, কাগিসো রাবাদা, ঋত্বিক সিং, শাহরুখ খান, জিতেশ শর্মা, ওডিন স্মিথ, নাথান এলিস, প্রেরক মানকাড ও ঈশান পোরেল।

চেন্নাই সুপার কিংস
এন জগদীশান, হরি নিশান্ত, শুভ্রনশু সেনাপতি, রুতুরাজ গাইকোয়াদ, কেএম আসিফ, মুকেশ চৌধুরী, মাহিশ থিকশানা, সিমারজিত সিং, রাজবর্ধন হাঙ্গারগেকার, ভগত ভার্মা, প্রশান্ত সোলানকি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ক্রিস জর্ডান, ডোয়াইন প্রিটোরিয়াস, আম্বাতি রাইডু, রবিন উথাপ্পা, ডেভন কনওয়ে, দীপক চাহার, অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার, ডোয়াইন ব্রাভো, শিভম দুবে, তুষার দেশপাণ্ডে ও মঈন আলী।

দিল্লী ক্যাপিটালস
পৃথ্বী শো, কমলেশ নাগরকোটি, চেতন সাকারিয়া, রিপাল প্যাটেল, যশ ধুল, ভিকি ওস্তাল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, মানদীপ সিং, শার্দূল ঠাকুর, অ্যানরিখ নরকিয়া, কেএস ভারত, লুঙ্গি এনগিডি, অক্ষর প্যাটেল, কূলদীপ যাদব, টিম সেইফার্ট, সরফরাজ খান, প্রবীণ দুবে, অশ্বিন হেব্বার, রভম্যান পাওয়েল, ললিত যাদব, রিশভ পান্ট ও খলিল আহমেদ।

রাজস্থান রয়্যালস
রিয়ান পরাগ, তেজাস বারোকা, দেবদূত পাড়িকাল, যশস্বী জাইসওয়াল, অনুনয় সিং, কূলদীপ সেন, ধ্রুব জুরেল, কূলদীপ যাদব, শুভম গাড়ওয়াল, নাথান কোল্টার-নাইল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, জস বাটলার, রাসি ভন ডার ডুসেন, জিমি নিশাম, ড্যারিল মিচেল, করুন নায়ার, স্যাঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, শিমরন হেটমেয়ার, নবদীপ সাইনি, কেসি কারিপ্পা, ওবেদ ম্যাকয় ও প্রসিধ কৃষ্ণ।

মুম্বাই ইন্ডিয়ান্স
সঞ্জয় যাদব, ডেওয়াল্ড ব্রেভিস, রমনদীপ সিং, মায়াঙ্ক মারকান্দে, আরিয়ান জুয়াল, অর্জুন টেন্ডুলকার, তিলক ভার্মা, ঋত্বিক শোকিন, রাহুল বুদ্ধি, আরশাদ খান, কাইরন পোলার্ড, রোহিত শর্মা, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব, টিমাল মিলস, মুরুগান অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, জফরা আর্চার, ফাবিয়ান অ্যালেন, ঈশান কিষাণ, বাসিল থাম্পি, ড্যানিয়েল স্যামস, আনমলপ্রীত সিং, টিম ডেভিড ও রিলি মেরেডিথ।
সানরাইজার্স হায়দরাবাদ
প্রিয়ম গার্গ, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, আব্দুল সামাদ, সৌরভ দুবে, উমরান মালিক, কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমার, শ্রেয়াস গোপাল, শশাঙ্ক সিং, শন অ্যাবট, রাহুল ত্রিপাঠি, রবিকুমার সমার্থ, জগদীশা সুচিথ, অ্যাইডেন মারক্রাম, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, বিষ্ণু বিনোদ, থাঙ্গারাসু নটরাজন, গ্লেন ফিলিপস ও ফজলহক ফারুকি।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
মহসিন খান, আয়ুস বাদোনি, রবি বিষ্ণই, করণ শর্মা, মায়াঙ্ক যাদব, মনিশ পাণ্ডে, শাহবাজ নাদিম, মার্কাস স্টয়নিস, কাইল মায়ার্স, মার্ক উড, কুইন্টন ডি কক, জেসন হোল্ডার, লোকেশ রাহুল, কাথাপ্পা গৌতম, এভিন লুইস, ক্রুনাল পান্ডিয়া, দীপক হুদা, মনন ভোহরা, দুশমন্থ চামিরা, অঙ্কিত রাজপুত ও আভেশ খান।

গুজরাট টাইটান্স
রবিশ্রীনিবাসন সাই কিশোর, শুবমান গিল, দর্শন নালকান্দে, সাই সুদর্শন, যশ দয়াল, নূর আহমেদ, ম্যাথু ওয়েড, প্রদীপ সাংওয়ান, ঋদ্ধিমান সাহা, জেসন রয়, ডেভিড মিলার, বরুণ অ্যারন, রাহুল তেভাটিয়া, জয়ন্ত যাদব, বিজয় সংকর, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন, গুরকিরাত সিং মান, হার্দিক পান্ডিয়া, আলজারি জোসেফ, অভিনব মনোহর, রশিদ খান ও ডমিনিক ড্র্যাকস।

 

কলমকথা/সাথী