করোনাভাইরাসের মধ্যে বিশ্ব ক্রিকেটের আসর। নিরাপত্তার সর্বোচ্চ প্রয়োগের মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। এতো কড়াকড়ির মধ্যেও সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙেছিলেন ইংল্যান্ডের আম্পায়ার মাইকেল গফ।
এজন্য শুরুতে তাকে ৬ দিনের জন্য নিষিদ্ধ করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে শাস্তির মেয়াদ কাটিয়ে গফের আর মাঠে ফেরা হচ্ছে না।
আইসিসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর আম্পায়ারিং করতে দেখা যাবে না গফকে। বিজ্ঞপ্তিতে আইসিসি উল্লেখ করেছে, ‘আইসিসি নিশ্চিত করছে, জৈব সুরক্ষা বলয় ভাঙায় মাইকেল গফ বিশ্বকাপের চলতি আসরে আর কোনো ম্যাচেই দায়িত্ব পালন করবেন না।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।