মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ছয়ে উঠে এসেছে টাইগাররা। পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে।

নিউজিল্যান্ডের বিপক্ষ  ম্যাচে জিতে ১০ নম্বর থেকে সাতে উঠে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের পর আইসিসির ওয়েবসাইটে দেওয়া র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছয়ে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের দশম স্থানে ছিল বাংলাদেশ। এরপর সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে ৪ রেটিং পেয়ে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে সাতে উঠে যায় টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে জেতার পর ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে উঠেছে বাংলাদেশ। সাতে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৪০। শীর্ষে রয়েছে ইংল্যান্ড।

সূত্র: আইসিসি