মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্বাগতিক ভারতের বিপক্ষে এক ইনিংসে দশ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম তুলেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল। ক্রিকেট ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি এখন তার। অথচ ঠিক পরের ম্যাচ তথা সিরিজেই দল থেকে বাদ পড়ে গেলেন অ্যাজাজ।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি ৩৩ বছর বয়সী এ স্পিনারের। মূলত পেসনির্ভর ওক্রমণ সাজাতে গিয়েই অ্যাজাজকে দলে রাখেনি কিউইরা। এ বিষয়ে সোজাসাপটা ব্যাখ্যা নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেডের, ‘ভারতে রেকর্ডগড়া বোলিংয়ের পর অ্যাজাজের জন্য খারাপ লাগাই স্বাভাবিক।
তবে আমরা সবসময় মনে করি ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য উপযোগী। স্কোয়াডে যাদের নিয়েছি, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য তারাই সেরা অপশন।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ড স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও উইল ইয়ং।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।