২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরকে সামনে রেখে শুরু হয়েছে মেগা অকশন। তৃতীয় সেটে নিলামে তোলা হয় সাকিবকে। বাংলাদেশি অলরাউন্ডারকে নেওয়ার জন্য কোনো দলই আগ্রহ দেখায়নি। তবে সাকিব অবিক্রিতই থেকে যাবেন কিনা তা এখনি বলা যাচ্ছে না, কারণ নিলামের শেষ পর্যায়ে আরও একবার অবিক্রিত ক্রিকেটারদের নেওয়ার সুযোগ দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

এছাড়া বড় তারকাদের মধ্যে আজ দল পাননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার ডেভিড মিলার। গত আসরে মিলার ছিলেন রাজস্থান রয়্যালসে এবং স্মিথ ছিলেন দিল্লি ক্যাপিটালসে। ভারতীয় তারকা সুরেশ রায়নাও এবার দল পাননি। দীর্ঘদিন ধরে তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসে।

অপরদিকে, নতুন দল পেয়েছে ডেভিড ওয়ার্নার, ফাফ ডু প্লেসি, কুইন্টন ডি ককরা। আগের চেয়ে অর্ধেক দামে আবার কলকাতা নাইট রাইডার্সেই জায়গা পেয়েছেন প্যাট কামিন্স।

মেগা অকশনে বিক্রিত ক্রিকেটাররা

শিখর ধাওয়ান- ৮ কোটি ২৫ লাখ রুপি- পাঞ্জাব কিংস
রবিচন্দ্রন অশ্বিন- ৫ কোটি রুপি- রাজস্থান রয়্যালস
প্যাট কামিন্স- ৭ কোটি ২৫ লাখ রুপি- কলকাতা নাইট রাইডার্স
কাগিসো রাবাদা- ৯ কোটি ২৫ লাখ রুপি- পাঞ্জাব কিংস
ট্রেন্ট বোল্ট- ৮ কোটি রুপি- রাজস্থান রয়্যালস
শ্রেয়াস আইয়ার- ১২ কোটি ২৫ লাখ রুপি- কলকাতা নাইট রাইডার্স
মোহাম্মদ শামি- ৬ কোটি ২৫ লাখ রুপি- গুজরাট টাইটানস
ফাফ ডু প্লেসি- ৭ কোটি রুপি- রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
কুইন্টন ডি কক- ৬ কোটি ৭৫ লাখ রুপি- লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
ডেভিড ওয়ার্নার- ৬ কোটি ২৫ লাখ রুপি- দিল্লি ক্যাপিটালস
মনিশ পান্ডে- ৪ কোটি ৬০ লাখ- লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
শিমরন হেটমায়ার- ৮.২৫ কোটি রুপি- রাজস্থান রয়্যালস
রবিন উথাপ্পা- ২ কোটি রুপি- চেন্নাই সুপার কিংস
জেসন রয়- ২ কোটি রুপি- গুজরাট টাইটানস
দেবদূত পাড়িক্কাল- ৭ কোটি ৭৫ লাখ রুপি- রাজস্থান রয়্যালস
ডোয়াইন ব্রাভো- ৪ কোটি ৪০ লাখ রুপি- চেন্নাই সুপার কিংস
নিতিশ রানা- ৮ কোটি রুপি- কলকাতা নাইট রাইডার্স
জেসন হোল্ডার- ৮ কোটি ৭৫ লাখ রুপি- লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
হার্শাল প্যাটেল- ১০ কোটি ৭৫ লাখ রুপি- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

 

কলমকথা/সাথী